সাংবাদিক লায়েকুজ্জামানকে ফুলেল শ্রদ্ধায় শেষ বিদায় জানালো নগরকান্দা প্রেসক্লাব
ফরিদপুরের নগরকান্দার কৃতি সন্তান সাংবাদিক ও কলামিস্ট লায়েকুজ্জামান হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার সন্ধ্যা সোয়া ছয়টায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে মারা যান।
রবিবার বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবে মরহুমের জানাজার শেষে লাশবাহী গাড়িতে করে তার জন্মস্থান নগরকান্দায় নিয়ে আসা হয়। প্রথমে নগরকান্দা প্রেসক্লাবের সকল সাংবাদিকগন ফুল দিয়ে তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করে।
পরে তার গ্রামের বাড়ি উপজেলার ছোট পাইককান্দি গ্রামের জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ পড়ানো হয়। এসময় জানাজায় উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি মাহাবুব আহাদ, প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ সহ এলাকার শত শত মুসল্লী।
পরে পরিবারের সম্মতি কর্মে প্রথমে ফরিদপুর প্রেসক্লাবে ও রাজবাড়ীতেও তার জানাজা শেষে সেখানেই তাকে সমাহিত করা হয়।
সাংবাদিক লায়েকুজ্জামান ছিলেন জাতীয় প্রেসক্লাব,ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য। সম্প্রতি তিনি রূপালী বাংলাদেশ পত্রিকায় বিশেষ প্রতিনিধি হিসেবে যোগদান করেন।
এছাড়াও কলকাতা থেকে প্রকাশিত দৈনিক দিনদর্পণ পত্রিকার বাংলাদেশ প্রতিনিধি হিসেবে কাজ করতেন তিনি।
মুক্তিযুদ্ধকালীন দুই বাংলার ২৮ শীর্ষ ছাত্রনেতার সাক্ষাৎকার নিয়ে "অজানা ১৯৭১" বইসহ অসংখ্য বই লিখেছেন তিনি।
তিনি দৈনিক মানবজমিন,কালের কন্ঠ,সকালের খবর পত্রিকায়ও কাজ করেছেন।
মৃত্যু কালে স্ত্রী ও দুই কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
What's Your Reaction?