সাংবাদিক শফিকুল ইসলামের পিতার ইন্তেকাল

পিরোজপুরের নাজিরপুর উপজেলা প্রেসক্লাবের সদস্য ও চ্যানেল এস এর প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম শফিক এর পিতা নাজিরপুর সদর ইউনিয়ন পরিষদ এর সাবেক ইউ,পি সদস্য মোঃ বেলায়েত হোসেন গত বুধবার সন্ধ্যা ৭ ঘটিকায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র ২ কন্যা ও আত্মীয়- স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বুধবার মরহুমের নিজ গ্রাম কুমার খালী ঈদগাহ ময়দানে নামাজের জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, নাজিরপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সদস্য সচিব মো.
আবু হাসান খান, জাসাসের সভাপতি তরুণ মিস্ত্রি, সাধারণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন জাতীয় ও স্থানীয় কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ শোক প্রকাশ করেছেন। এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
What's Your Reaction?






