সাইফুল ইসলাম হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের বিক্ষোভ

জান্নাত আক্তার, ব্রাহ্মণবাড়িয়া সদর প্রতিনিধিঃ
Nov 28, 2024 - 21:15
 0  7
সাইফুল ইসলাম হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের বিক্ষোভ

অ্যাডভোকেট শহীদ সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার ও সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে হেফাজত ইসলাম। বৃহস্পতিবার দুপুরে জেলা হেফাজতে ইসলাম আয়োজিত কর্মসূচীতে জেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীসহ তৌহিদি জনতা অংশ নেয়। তারা শহরের পৌর মুক্ত মঞ্চে সমবেত হয়ে সেখান থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে শহরের মাদ্রাসা মোড়, টি,এ রোড, পাওয়ার হাউজ রোড মোড়, ফারুকী পার্ক রোডসহ প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে কাউতলি মোড়ে গিয়ে শেষ করে। মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে জেলা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি মোবারকুল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়খ সাজিদুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন জেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মুফতি আলী আজম কাসেমী, সহ-সভাপতি মুফতি তানভীর হক সিরাজী, মুফতি বুরহান উদ্দিন কাসেমী। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য যারাই পায়তারা করবে তাদের বিরুদ্ধে সর্বাত্মকভাবে রুখে দাঁড়িয়ে বাংলাদেশকে আপন গতিতে সামনের দিকে এগিয়ে নেয়া হবে। বক্তারা এ সময়, চট্রগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িত ইস্কন সদস্যসহ খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং জঙ্গি সংগঠন ইসকন নিষিদ্ধের দাবী জানান। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow