সাত দফা দাবি আদায়ে বাংলাদেশ যুব অধিকার পরিষদের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত
৭ দফা দাবি আদায়ে মানববন্ধন ও সমাবেশ করেছে যুব অধিকার পরিষদ ফরিদপুর জেলা শাখা।
শুক্রবার সকাল সাড়ে ১১ টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উক্ত কর্মসূচি পালন করে সংগঠনটি।
দয়া নয় কর্ম চাই বাঁচার মতো বাঁচতে চাই। দেশে বেকারত্ব মহামারী নিরসনে অন্তবর্তী কালীন সরকারের কাছে বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৭ দফা প্রস্তাবনা বাস্তবায়নের দাবিতে উক্ত কর্মসূচি পালন করা হয়।
ফরিদপুর জেলা গণ অধিকার পরিষদের সভাপতি মোঃ ফরহাদ হোসেনের সভাপতিত্বে এবং ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাহ মোঃ আরাফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুব অধিকার পরিষদের ফরিদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক ফরহাদ মিয়া, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক জ্যাকসন গোমেজ, নগরকান্দা উপজেলার গন অধিকার পরিষদের সভাপতি খান মোহাম্মদ নুরুদ্দিন, শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক জুয়েল ভান্ডারী, সিনিয়র সহ-সভাপতি মামুন আব্দুল্লাহ, বাইজিদ হোসেন বকুল যুগ্ম সাধারণ সম্পাদক, আলামিন সাবেক সম্পাদক ছাত্র অধিকার পরিষদ , হারুনুর রশিদ সভাপতি ছাত্র অধিকার পরিষদ, শেখ মোঃ জাহিদ অর্থ বিষয়ক সম্পাদক গণ অধিকার পরিষদ, ফরিদপুর সদর উপজেলা শাখার সাবেক আহ্বায়ক মেহেদী হাসান , আনিসুর রহমান সমন্বয়ক ভাঙ্গা উপজেলা গণধিকার পরিষদ, আব্দুস সাত্তার সাবেক সমন্বয়ক শ্রমিক অধিকার পরিষদ।
সভায় বক্তারা অন্তবতীকালীন সরকারের নিকট যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবার আহ্বান জানান। বক্তারা বলেন যুব সমাজ স্বাবলম্বী হলে দেশের উন্নয়ন সম্ভব। তারা বিগত সরকারের বিভিন্ন কর্মকান্ডের সমালোচনা করে বলেন বিগত সরকার দুর্নীতির স্বজনপ্রীতি করেছে। তারা শুধুমাত্র তাদের দলীয় লোকদের চাকরি প্রদান করেছে। সাধারণ জনগণের যোগ্যতা থাকা সত্ত্বেও
তাদের কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে দেশে দুর্নীতি বেড়েছে বেকারত্ব বেড়েছে।
তারা যুব সমাজের মেধার কোন মূল্যায়ন করেনি।
বক্তারা অবিলম্বে যুব অধিকার পরিষদের সাত দফা দাবি মেনে নেবার জন্য সরকারের নিকট আহ্বান জানান।
একই সাথে যুব সমাজের মেধা যোগ্যতা এবং কর্মদক্ষতা কে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আহ্বান জানান।
এর আগে বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল সমাবেশ স্থলে এসে উপস্থিত হয়।
What's Your Reaction?