সানির মুক্তির দাবিতে পিরোজপুরে মানববন্ধন

জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক জেলা সমন্বয়ক মুসাব্বির মাহমুদ সানির মুক্তির দাবিতে পিরোজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় নাগরিক কমিটির সদস্যরা ও এলাকাবাসী।
বুধবার (৯ এপ্রিল) বিকেলে পিরোজপুর পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ফাতেমা ইসলাম। তিনি বলেন, “সানি শুধু একজন কর্মী নন, আন্দোলনের পরও তিনি নানা গঠনমূলক কাজে যুক্ত ছিলেন। অথচ আওয়ামী ঘরানার একটি চক্র তাকে মিথ্যা মামলায় জড়িয়ে কারাবন্দি করেছে। আমরা তার নিঃশর্ত মুক্তির দাবি জানাই।”
স্থানীয় ওষুধ ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন, “সানি ভালো ছেলে, তার নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা হয়েছে। এলাকার মানুষ তার মুক্তি চায়।”
সানির মা জানান, “আমার ছেলে কোনো চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল না। শুধুমাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণে তাকে ষড়যন্ত্রমূলক মামলায় ফাঁসানো হয়েছে।”
সানির স্ত্রী নাইমা বলেন, “০৪ আগস্ট সানিকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরদিন সে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালায়, যাতে কোনো অরাজক পরিস্থিতির সৃষ্টি না হয়। এরপর বৃক্ষরোপণ, বিতর্ক প্রতিযোগিতা, কর্মশালাসহ বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রমে নেতৃত্ব দিয়েছে। কিন্তু গত মাসে আবার সে সরকারের নানা বিষয়ে ফেসবুকে লেখালেখি করায় তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়।” তিনি আরও জানান, “সানির ছোট ভাই, মামা ও দুলাভাইয়ের নামেও মামলা দেওয়া হয়েছে। যারা আমাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে, তাদের হুমকি দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। আমি নিজে একজন অন্তঃসত্ত্বা নারী হিসেবে এখন আইনি লড়াই করছি, যা খুব কষ্টের।”
উল্লেখ্য, পিরোজপুর মডেল মসজিদ নির্মাণ প্রকল্পে চাঁদাবাজি, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সদ্য বিলুপ্ত জাতীয় নাগরিক কমিটির সদর উপজেলা কমিটির ১নং সদস্য মুসাব্বির মাহমুদ সানিকে গত মার্চ মাসে গ্রেফতার করা হয়। মামলাটি দায়ের করেন ওই প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রহমান কনস্ট্রাকশন-এর ব্যবস্থাপক শহীদুল ইসলাম। প্রতিষ্ঠানটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান মালেকের মালিকানাধীন।
What's Your Reaction?






