সাফল্যের ধারাবাহিতায় ফরিদপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, জিপিএ-৫ পেয়েছে ১০১ জন 

এহসানুল হক, ফরিদপুর প্রতিনিধি
May 12, 2024 - 15:54
 0  9
সাফল্যের ধারাবাহিতায় ফরিদপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, জিপিএ-৫ পেয়েছে ১০১ জন 

আধুনিক শিক্ষা বিস্তারে অনন্য ফরিদপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ। সাফল্যের ধারাবাহিতায় প্রতি বছরের ন্যায় এবারও ভালো ফলাফল অর্জন করেছে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ১০১ জন, পাশের হার ৯৮.১৮%, মোট পরীক্ষার্থী ৩৮৪, পাশ ৩৭৭ জন। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল কাইয়ূম শেখ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

জেলা শহরের প্রাণকেন্দ্রে পুলিশ লাইন্স কম্পাউন্ডে অবস্থিত পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ। আধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ ও রূপকল্প-২০২১ এর আলোকে ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অগ্রযাত্রা। ফরিদপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে সার্বিক তত্ত্বাবধানে নিয়োজিত রয়েছেন। একই সাথে জেলা পুলিশে কর্মরত পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এ প্রতিষ্ঠানটি আগামী দিনের সুনাগরিক গড়ে তুলতে আন্তরিকতার সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
প্রতিষ্ঠালগ্ন থেকে পরিচালনা পর্ষদের বলিষ্ঠ ভূমিকায় এবং শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ সুপ্রতিষ্ঠিত হবে এটাই সকলের প্রত্যাশা।

এবিষয়ে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল কাইয়ূম শেখ বলেন, প্রতিষ্ঠানটি নিয়ে আমাদের আরোও সুদূর প্রসারী চিন্তা রয়েছে। এসপি স্যারের সহযোগিতা ও দিক নির্দেশনায় পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ আরোও এগিয়ে যাবে। 



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow