সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামানের ভাগ্নে গ্রেপ্তার

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধিঃ
Apr 21, 2025 - 12:23
 0  25
সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামানের ভাগ্নে গ্রেপ্তার

দ্রুত বিচার আইনে দায়ের করা এক মামলায় গ্রেপ্তার হয়েছেন ঘুষ-দুর্নীতির অভিযোগে আলোচিত সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার ভাগ্নে ও স্থানীয় আওয়ামী লীগ নেতা ইব্রাহিম শেখ ওরফে কলম মেম্বার।

রবিবার (২০ এপ্রিল) দুপুরে ফরিদপুর শহরের আদালতপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান।

ইব্রাহিম শেখ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের কামারগ্রামের বাসিন্দা। তিনি একই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে শহরের আদালতপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় দায়ের হওয়া দ্রুত বিচার আইনের মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। এছাড়া ঢাকার খিলগাঁও থানার একটি মামলার আসামিও তিনি।

স্থানীয় সূত্র জানায়, সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়ার ভাগ্নে হওয়ার সুবাদে অল্প সময়েই বিপুল সম্পদের মালিক বনে যান ইব্রাহিম শেখ। গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া মৌজায় তার নামে রয়েছে ১৬০ শতাংশ জমি, যার বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা। তবে জমির প্রকৃত মালিক সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়াই বলে দাবি করেছে স্থানীয় একাধিক সূত্র।

এছাড়া ইব্রাহিম শেখ ‘সবুজ ছায়া’ নামে একটি ঋণদান সংস্থার মালিক। সেখানে বিনিয়োগ আছে কমপক্ষে ১০ কোটি টাকার। তবে তার দৃশ্যমান কোনো ব্যবসা নেই। অভিযোগ রয়েছে, ঘুষের অর্থেই এই প্রতিষ্ঠান পরিচালিত হতো।

উল্লেখ্য, গত বছরের ১১ সেপ্টেম্বর ঘুষ-দুর্নীতির অভিযোগে র‍্যাবের হাতে গ্রেপ্তার হন তৎকালীন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বর্তমানে বিভিন্ন মামলায় কারাবন্দি। এর আগে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি তার শ্যালক ও স্বেচ্ছাসেবক লীগ নেতা হারিচুর রহমান সোহানকেও গ্রেপ্তার করে সিটিটিসি ইউনিট।

আছাদুজ্জামান মিয়া ২০১৫ সালের ৭ জানুয়ারি থেকে ২০১৯ সালের ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow