সাভারে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার

মোঃ শামীম আহমেদ, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধিঃ
Apr 21, 2025 - 12:01
 0  6
সাভারে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার

সাভার মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও গোলাবারুদসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (২০ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৩০ মিনিটের দিকে সাভারের উত্তর রাজাশন এলাকার সেলিম কমিশনার গলির একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়।

থানা সূত্রে জানা যায়, এসআই (নিঃ) মোঃ মোস্তাকিম বিল্লাহ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে উত্তর রাজাশনের ৫০/২ নম্বর বাড়িতে অবৈধ অস্ত্র মজুত রয়েছে। রাত ১টার দিকে তিনি সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ ইমাম হোসেন ইফতি (২০) নামের ওই যুবককে তার বাসা থেকে আটক করেন।

পুলিশ জানায়, আসামির শয়নকক্ষে তল্লাশি চালিয়ে একটি চায়না রাইফেলের গুলি (লিখা- B0F), একটি ৯ এমএম পিস্তলের গুলি (লিখা- BP NR 2020), চারটি শর্টগানের সিসার গুলি (লিখা- 12 STERLING 12), দুটি গুলির খোসা (লিখা- SNB 14 7.65 B1), একটি RFL কোম্পানির স্টিলের চাপাতি (দৈর্ঘ্য ১১ ইঞ্চি), ও একটি সুইচগিয়ার চাকু (দৈর্ঘ্য ৯.৫ ইঞ্চি, হাতলের দুই পাশে সিংহের উপর মহিলার প্রতিকৃতি) উদ্ধার করা হয়।

আটক ইমাম হোসেন জিজ্ঞাসাবাদে এসব অস্ত্র তার ঘরেই রাখা ছিল বলে স্বীকার করেছেন। এ ঘটনায় সাভার মডেল থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ)/১৯(এফ) ধারায় একটি মামলা (নং-৫৮, তারিখ-২০/০৪/২০২৫) দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow