সাভারে কলেজ ছাত্রকে প্রেমের ফাঁদে ফেলে অপহরণের পর মুক্তিপণ আদায়, আটক ২

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে আশুলিয়ার এক কলেজ ছাত্র মনোয়ার হোসেন পলাশ (২০) কে সাভারে ডেকে এনে অপহরণের পর মুক্তিপণ আদায়ের ঘটনা ঘটেছে। অপহরণের পর তাকে মারধর করা হয়, উলঙ্গ করে নগ্ন ভিডিও ধারণ করা হয় এবং মুক্তিপণ হিসেবে টাকা দাবি করা হয়।
এ ঘটনা ঘটেছে সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদের দিন সন্ধ্যায় সাভার পৌরসভার মুক্তির মোড়ের তারাপুর মহল্লায়, যেখানে প্রবাসী সিদ্দিকুর রহমানের বাড়িতে এই ঘটনা ঘটে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, সাভারের ওই বাড়িতে দীর্ঘদিন ধরে অপহরণ, মুক্তিপণ আদায় এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করছিল একটি চক্র। এ ঘটনায় বাড়ির কেয়ারটেকার মো. ইমনও জানিয়েছেন, তার অজান্তে এসব কর্মকাণ্ড চালানো হচ্ছিল।
ঘটনার পর ভুক্তভোগী পলাশের মা পারুল আক্তার সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশের অভিযানে চক্রের দুই সদস্যকে আটক করা হয়, তারা হলেন সাভারের আনন্দপুর এলাকার আব্দুস সামাদের ছেলে সাজেদুল ইসলাম সাদ (২৫) এবং চট্টগ্রামের মানিকছড়ি গ্রামের সৈয়ত মোহাম্মদ ইসমাইলের মেয়ে জান্নাতুল ফেরদৌস ওরফে মায়া।
অপর দুই সহযোগী, জিহাদ ও সৌরভ এখনও পলাতক রয়েছে। পুলিশ পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পলাশ জানান, কয়েকদিন আগে জান্নাতুল ফেরদৌস মায়ার সঙ্গে তার ফেসবুকে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। ঈদের দিন বিকালে মায়া তাকে সাভারে দেখা করতে আমন্ত্রণ জানায়। পরে তাকে অপহরণ করে একটি ফ্ল্যাটে নিয়ে গিয়ে মুক্তিপণ আদায় করা হয়।
পুলিশি তদন্তের মাধ্যমে অপরাধীদের শাস্তি নিশ্চিত করার প্রক্রিয়া চলছে।
What's Your Reaction?






