সাভারে কুখ্যাত ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

মোঃ শামীম আহমেদ, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধিঃ
Mar 21, 2025 - 22:29
 0  4
সাভারে কুখ্যাত ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে সাভারের রাজাশন এলাকা থেকে তিনজন কুখ্যাত ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামানের নির্দেশনায় ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশের একটি দল বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ৮টা ১৫ মিনিটের দিকে এ অভিযান পরিচালনা করে। ডিবি (উত্তর) অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ) শেখ সেকেন্দার আলীসহ অন্যান্য পুলিশ সদস্যরা এ অভিযানে অংশ নেন।

গ্রেফতারকৃতরা হলেন— রিপন মোহাম্মদ প্রামানিক (২৯), পিতা: আহাদ আলী প্রামানিক, মাতা: গোলে খাতুন, স্থায়ী ঠিকানা: ঘুগুদাহ, থানা: সাথিয়া, জেলা: পাবনা। মোঃ আব্দুল কালাম (২৪), পিতা: মোঃ মোকছেদ মন্ডল, মাতা: মোছাঃ রাশিয়া বেগম, স্থায়ী ঠিকানা: দখলপুর, থানা: হরিণাকুন্ড, জেলা: ঝিনাইদহ। মোঃ ফারুক মিয়া (২৮), পিতা: মৃত সোরহাব মিয়া, মাতা: ফরিদা বেগম, স্থায়ী ঠিকানা: মনমত, থানা: সুন্দরগঞ্জ, জেলা: গাইবান্ধা। তিনজনই বর্তমানে সাভারের রাজাশন এলাকায় সেলিম নামের এক ব্যক্তির বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা নং-৪৩(৩)২০২৫ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তারা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।

এ বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow