সাভারে কুড়িয়ে পাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিল বিএনপি

সাভারের বংশী নদীর পাড় থেকে কুড়িয়ে পাওয়া এক শিশুর চিকিৎসার দায়িত্ব নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বুধবার (২৩ এপ্রিল) দুপুরে এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে গিয়ে শিশুটির খোঁজখবর নেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক লায়ন মো. খোরশেদ আলমসহ স্থানীয় নেতাকর্মীরা।
শিশুটির নাম রাখা হয়েছে সেতু। জানা যায়, রমজান মাস শুরুর আগে সাভারে ডাস্টবিনে পড়ে থাকা অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। জন্মগতভাবে হৃদযন্ত্রে একটি বড় ছিদ্র রয়েছে তার। প্রাথমিকভাবে এক দম্পতি শিশুটিকে আশ্রয় দেন, তবে চিকিৎসার ব্যয়ভার বহন করতে না পারায় সমস্যায় পড়েন।
বিষয়টি বিভিন্ন মাধ্যমে প্রচার হলে তারেক রহমানের নির্দেশে শিশুটির সুচিকিৎসা নিশ্চিত করতে বিএনপির নেতারা এগিয়ে আসেন। এনাম মেডিকেলের চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে শিশুটির হৃদযন্ত্রে অস্ত্রোপচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। শিশুটির চিকিৎসার যাবতীয় ব্যয়ভার বিএনপিই বহন করবে বলে জানান নেতারা।
তারেক রহমানের পক্ষ থেকে দেওয়া অনুদানের অর্থ শিশুর বর্তমান অভিভাবকের হাতে তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি, এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের সিইও ডা. নাজিম, জেলা ছাত্রদলের আহ্বায়ক তমিজ উদ্দিন তমিজ, জেলা ওলামা দলের আহ্বায়ক মাসুদ রানা, সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন মাদবরসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
What's Your Reaction?






