সাভারে চলন্ত বাসে ডাকাতি, যাত্রীদের জিম্মি করে সর্বস্ব লুট

ঢাকা জেলার সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় চলন্ত যাত্রীবাহী বাসে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ‘ইতিহাস পরিবহন’ নামের একটি বাসে দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করেছে একদল ডাকাত। এ ঘটনায় বাসচালক ও তার সহকারীকে জিজ্ঞাসাবাদের জন্য সাভার মডেল থানা হেফাজতে নেওয়া হয়েছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া এলাকায়।
আটককৃত দুইজন হলেন বাসচালক রজব আলী (৩০) ও সহকারী এমদাদুল হক (৪০)।
প্রত্যক্ষদর্শী ও অভিযোগ সূত্রে জানা গেছে, বাসটি কর্ণপাড়া ব্রিজ এলাকায় পৌঁছালে কয়েকজন ব্যক্তি হঠাৎ দেশীয় অস্ত্র বের করে যাত্রীদের জিম্মি করে ফেলে। এ সময় যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালঙ্কারসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুটে নেয় তারা। পরে ডাকাত দল সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় বাস থামিয়ে পালিয়ে যায়।
এক যাত্রী আকলিমা আক্তার জানান, “আমি নবীনগর থেকে বাসে উঠি। উলাইল এলাকায় পৌঁছালে কয়েকজন ছুরি নিয়ে আমাদের ভয় দেখায়। আমার কাছে থাকা ১৫ হাজার টাকা নিয়ে যায় তারা। এছাড়াও অন্য যাত্রীদের গয়নাগাটি ও মোবাইল ফোনও লুট করে নেয়।”
বাসচালক রজব আলী দাবি করেন, “ডাকাতির ঘটনার সময় বাসে ওঠা কয়েকজন হঠাৎ অস্ত্র বের করে যাত্রীদের জিম্মি করে মালামাল লুট করে। পরে যাত্রীরা ক্ষুব্ধ হয়ে বাসে ভাঙচুর চালায়। আমি ও আমার সহকারী ভয়ে সড়কের পাশে লুকিয়ে পড়ি।”
এ বিষয়ে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির বলেন, “বাসে ডাকাতির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। আমরা ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করছি। খুব শিগগিরই অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”
এই ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চলন্ত বাসে এমন ডাকাতি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। স্থানীয়রা বাসে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
What's Your Reaction?






