সাভারে ডিবির অভিযানে দুই পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার

মোঃ শামীম আহমেদ, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধিঃ
Apr 14, 2025 - 13:01
 0  6
সাভারে ডিবির অভিযানে দুই পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার

সাভারে পেশাদার ছিনতাইকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। 

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামানের নির্দেশনায় পরিচালিত ‘ডেভিল হান্ট’ অভিযানে এই সফলতা আসে। অভিযানে নেতৃত্ব দেন ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।

 ডিবির দুটি আভিযানিক দল সাভার মডেল থানার আওতাধীন সাভার বাসস্ট্যান্ড, যাদুরচর, হেমায়েতপুর এবং ব্যাংক টাউন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেপ্তার হন মোঃ রুবেল (২৪), পিতা- আব্দুল জব্বার, মাতা- মনোয়ারা বেগম; স্থায়ী ঠিকানা: মোল্যাপুর, থানা- বিয়ানীবাজার, জেলা- সিলেট। বর্তমানে তিনি অবস্থান করছিলেন সাভারের মজিদপুর এলাকায়। অপরজন হলেন মোঃ আমান উল্লাহ (৪০), পিতা- মোঃ আক্কাস আলী; ঠিকানা: যাদুরচর, থানা- সাভার মডেল, জেলা- ঢাকা।

গ্রেপ্তারের সময় মোঃ রুবেলের কোমর থেকে একটি সুইজগিয়ার চাকু উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দু’জনেই স্বীকার করেন, দীর্ঘদিন ধরে সাভার, আশুলিয়া ও আশপাশের এলাকায় ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিবি (উত্তর) পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow