সাভারে প্রাইড গ্রুপের গার্মেন্টসে শ্রমিকদের বিক্ষোভ

মোঃ শামীম আহমেদ, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধিঃ
Apr 7, 2025 - 15:32
 0  4
সাভারে প্রাইড গ্রুপের গার্মেন্টসে শ্রমিকদের বিক্ষোভ

সাভারের উলাইলে অবস্থিত প্রাইড গ্রুপের দুটি গার্মেন্টস কারখানায় বকেয়া বেতন পরিশোধ এবং বন্ধ কারখানা পুনঃখোলার দাবিতে সহস্রাধিক শ্রমিক বিক্ষোভে অংশ নেন। সোমবার (৭ এপ্রিল) শ্রমিকরা জানান, ঈদের ছুটি শেষে কাজে যোগ দিতে এসে তারা কারখানার মূল ফটকে লে-অফের নোটিশ দেখতে পান, যা তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। এরপর তারা বিক্ষোভ শুরু করেন এবং দাবী করেন যে, তাদের বকেয়া পাওনা পরিশোধ না হলে কর্মবিরতি অব্যাহত রাখবেন।

শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ হঠাৎ কোনো পূর্ব ঘোষণা ছাড়াই লে-অফের নোটিশ দিয়েছে, যা তাদের জন্য সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল। তাদের মতে, এই আচরণ শ্রমিকদের জন্য ক্ষতিকর এবং তাদের ন্যায্য পাওনা পরিশোধ করা উচিত।

এ ঘটনার পর স্থানীয় প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান এবং শ্রমিকদের শান্ত করার চেষ্টা করেন। তারা মালিকপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করার আশ্বাস দেন।

গার্মেন্টস শিল্পের পরিস্থিতি নিয়ে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন বলেন, “কারখানা বন্ধের ফলে শ্রমিকদের জন্য বেতন ও ক্ষতিপূরণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার এবং মালিকপক্ষকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।”

এদিকে, প্রাইড গ্রুপের মহাব্যবস্থাপক মনিরুল ইসলাম জানান, তারা অর্থনৈতিক সংকটের কারণে লে-অফ ঘোষণা করেছেন। কোভিড-১৯ পরবর্তী পরিস্থিতি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিদেশি বাজারে অর্ডার কমে যাওয়ায় আর্থিক সমস্যার সৃষ্টি হয়েছে। তিনি আরো বলেন, ২০-২২ এপ্রিলের মধ্যে ব্যাংক ও বায়াদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করার চেষ্টা চলছে।

এভাবে, সাভারের এই বিক্ষোভের মাধ্যমে শ্রমিকরা তাদের অধিকার আদায়ের জন্য শক্ত অবস্থান নিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow