সাভারে বিশেষ অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ আসামি গ্রেপ্তার

মোঃ শামীম আহমেদ, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধিঃ
Mar 23, 2025 - 13:44
 0  9
সাভারে বিশেষ অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ আসামি গ্রেপ্তার

ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামানের নির্দেশনায় এবং বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন (এডহক কমিটি-২০২৫)-এর সাধারণ সম্পাদক হিসেবে তার তত্ত্বাবধানে সাভারে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।

শুক্রবার (২২ মার্চ) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ উত্তর বিভাগের একটি দল সাভার থানার ফুলবাড়ীয়া শোভাপুরস্থ নগরচর এলাকা থেকে মাদকসহ এক আসামিকে গ্রেপ্তার করে। অভিযানটি ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিনের নেতৃত্বে পরিচালিত হয়। অভিযানে এসআই (নিঃ) মোঃ আনোয়ার হোসেন ও সংগীয় ফোর্স অংশ নেন।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মোঃ শামীম আহম্মেদ (৩৮)। তিনি মৃত জয়নাল আবেদীনের ছেলে এবং তার মায়ের নাম মোছাঃ সাহিদা বেগম। তার বাড়ি রাজফুলবাড়ীয়া শোভাপুর নগরচর, সাভার, ঢাকা। অভিযানে তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত শামীম আহম্মেদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ঢাকা জেলা পুলিশ মাদক ও অপরাধ দমনে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow