সাভারে ১০০৫ বোতল ফেন্সিডিল সহ মাদক সম্রাট জুয়েল গ্রেফতার
ঢাকার সাভার থেকে এক হাজার পাঁচ বোতল ফেন্সিডিলসহ মাদক সম্রাট জুয়েলকে গ্রেফতার করেছে পুলিশ।
ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামানের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি উত্তর এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে এসআই মোঃ আনোয়ার হোসেনের একটি চৌকশ টিম সাভার মডেল থানাধীন আলমনগরস্থ সুগন্ধা হাউজিং-এ আতিকের বাসার ২য় তলা হতে বৃহস্পতিবার রাত ৮ টায় আসামী জুবায়ের হোসেন জুয়েলকে ১০০৫ বোতল ফেন্সিডিলসহ আটক করে। জুয়েল বরগুনা জেলার আমতলী থানার আটারগাছিয়া গ্রামের মরহুম দেলোয়ার হোসেনের পুত্র।
বর্তমানে আলমনগরস্থ সুগন্ধা হাউজিং-এ ভাড়া বাসায় বসবাস করে।
উক্ত আসামীকে গ্রেফতার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবত পার্শ্ববর্তী দেশ ভারত হইতে ফেন্সিডিল আমদানী করে ঢাকা সহ আশেপাশের জেলায় বিক্রয় করার মতো অপরাধ করে আসছে। আসামী জুয়েলের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
আসামীর বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।
What's Your Reaction?