সাভারে ২ কেজি গাঁজা,১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০৭ পুড়িয়া হেরোইন সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) এর নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি মোবাশ্শিরা হাবীব খান, পিপিএম-সেবার সরাসরি তত্ত্বাবধানে মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব), অফিসার ইনচার্জ, ডিবি (উত্তর), ঢাকা এর নেতৃত্বে এসআই নিঃ আমিনুল ইসলাম একটি টিম নিয়ে সাভার থানাধীন হেমায়েতপুর যাদুরচর এলাকায় বিশেষ অভিযান চালায়। এসময় আসামী মোঃ দেলোয়ার হোসেন (২৭), পিতা-মোঃ আঃ সাত্তার, মাতা-মরিয়ম বেগম, সাং-যাদুরচর, নয়ারহাটি, থানা-সাভার মডেল, জেলা-ঢাকাকে গ্রেফতার করে। এসময় গ্রেফতারকৃত আসামীর নিকট থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২০৭ পুড়িয়া হেরোইন উদ্ধার করে।
উক্ত আসামীর বিরুদ্ধে সাভার থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
অপর দিকে এসআই (নিঃ) সহিদুল ইসলাম পিপিএম এর একটি টিম আশুলিয়া থানাধীন দক্ষিন গাজীরচট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া আসামী মোঃ বাবু মোল্লা (২৮), পিতা-মোঃ জলিল মোল্লা,মাতা-মোসাঃ হাসিয়ারা বেগম, সাং-ধানখালি, থানা-তেরখাদা, জেলা-খুলনা, এ/পি সাং-দক্ষিন গাজীরচট, আড়িয়ার মোড়, আলামিন এর বাড়ীর ভাড়াটিয়া, থানা-আশুলিয়া,জেলা-ঢাকাকে ২ কেজি গাঁজা সহ ধৃত করেন। উক্ত আসামীকে ধৃত করিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, সে দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন এলাকা হইতে মাদকদ্রব্য সরবরাহ করিয়া ঘটনাস্থল সহ আশেপাশের এলাকায় বিক্রয় করিয়া থাকে।
উক্ত আসামীর বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
What's Your Reaction?