সাভারে ৩০ বোতল ফেন্সিডিল সহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
May 18, 2024 - 13:16
 0  12
সাভারে ৩০ বোতল ফেন্সিডিল সহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) এর নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি মোবাশ্শিরা হাবীব খান, পিপিএম-সেবার সরাসরি তত্ত্বাবধানে মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব), অফিসার ইনচার্জ, ডিবি (উত্তর), ঢাকা এর নেতৃত্বে এস আই/মোঃ আমিনুল ইসলাম সঙ্গীয় অন্যান্য ফোর্স সহ সাভার থানাধীন হেমায়েতপুর বাসস্ট্যান্ডস্থ ঢাকা টু আরিচা মহাসড়কের দক্ষিন পার্শ্বে লালন টাওয়ার সংলগ্ন যমুনা মার্কেটে এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া আসামী মোঃ হাসমত আলী (৪৩) পিতা-বাবুল মিয়া,সাং-হেমায়েতপুর দক্ষিন শ্যামপুর,থানা-সাভার,ঢাকা, মোঃ রফিকুল রানা (৪০), পিতা-আঃ আজিজ,সাং-ফুলতলা,থানা-বালিয়াডাঙ্গী,জেলা-ঠাকুরগাঁও,  ইনতাজুল ইসলাম (২৯), পিতা- মৃতঃ আঃ রউফ, সাং- ছোপড়া,থানা-বালিয়াডাঙ্গী,জেলা-ঠাকুরগাঁও, মোঃ বুলবুল ইসলাম (৩৮),পিতা- আঃ করিম, সাং-গ্রীলেন্ডপুর,থানা-বালিয়াডাঙ্গী,জেলা-ঠাকুরগাঁও দের ৩০ (ত্রিশ) বোতল ফেন্সিডিল সহ ইং- ১৭ মে. ৫ টা ৪৫ মিনিটে ধৃত করেন। উক্ত আসামীদের ধৃত করিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা দীর্ঘদিন যাবত দেশের সীমান্তবর্তী এলাকা হতে বিভিন্ন কৌশলের মাধ্যমে  মাদক দ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করিয়া ঘটনাস্থল সহ আশপাশ এলাকা য় সরবরাহ ও বিক্রয় করিয়া করিয়া থাকে।

উক্ত আসামীদের বিরুদ্ধে সাভার থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow