সাভারের কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্র থেকে শ্রমিকের লাশ উদ্ধার
সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের ভিতর থেকে মাহফুজুর রহমান রাজু নামে চুক্তিভিত্তিক এক শ্রমিকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার সকালে সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের ভিতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের স্বজন ও কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার কর্তৃপক্ষ জানায়, পানির পাম্পে চুক্তিভিত্তিক শ্রমিক মাহফুজুর রহমান রাজু গতকাল সন্ধায় কাজ শেষে রাতে আর বাসায় ফেরেনি। স্বজনরা তার মোবাইলে একাধিক ফোন করেও কোন যোগাযোগ করতে পারিনি। পরবর্তীতে আজ সকালে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের ভিতরের একটি সড়কের পাশে তার গলাকাটা মরদেহ দেখতে পেয়ে প্রথমে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার কর্তৃপক্ষকে খবর দেয়া হয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করে।
আশুলিয়া থানা পুলিশ জানান, নিহত মাহফুজুর রহমান রাজু পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার পৃর্বচৈতা গ্রামের আতাহার সিকদাটের ছেলে,তার গলাসহ দেহের বিভিন্ন স্থানে গভীর ক্ষত চিহ্ন রয়েছে।
ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির বলেন, পুলিশের কয়েকটি টিম হত্যা রহস্য উদঘাটন করার জন্য কাজ করছেন। দ্রুতই আসামী সনাক্ত করে গ্রেফতার করা হবে।
What's Your Reaction?