সার্বজনীন পেনশন স্কিম বাতিলে ইবি শিক্ষক সমিতির  মানববন্ধন 

ইবি প্রতিনিধি, কুষ্টিয়া
May 26, 2024 - 13:55
 0  8
সার্বজনীন পেনশন স্কিম বাতিলে ইবি শিক্ষক সমিতির  মানববন্ধন 

সার্বজনীন পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মরত সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আওয়াতামুক্ত রাখার দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতি।

রবিবার (২৬ মে) বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রহমান। 

এছাড়াও সংগঠনটির সাবেক সভাপতি অধ্যাপক ড. এমতাজ উদ্দীন, অধ্যাপক ড. মিজানূর রহমান, অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ওয়ালীউল্লাহ, অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, শাপলা ফোরামের সভাপতি পরেশ চন্দ্র বর্মন, সাবেক সভাপতি অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলামসহ বিভিন্ন সংগঠনের শিক্ষক নেতা ও বিভিন্ন বিভাগের প্রায় দেড় শতাধিক শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, ২০১৫ সালে যারা ষড়যন্ত্র করেছিল, বর্তমানে  সার্বজনীন পেনশনের ক্ষেত্রেও তারাই ষড়যন্ত্র করছে। তারা চায় বিশ্ববিদ্যালয়ে যেন মেধাবী শিক্ষকরা না আসে। কারণ মেধাবীদের সাথে তারা যুক্তিতে পারেনা। তাই তারা চায় বিশ্ববিদ্যালয়ে যত অযোগ্য শিক্ষক আসবে বিশ্ববিদ্যালয়গুলো ততো নিয়ন্ত্রণ করা যাবে। 

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী যখন পেনশন স্কীম চালু করে তখন এই প্রত্যয় স্কীম ছিলো না। হঠাৎ করে এটা যুক্ত করা হয়েছে। তাই বোঝা যায় পূর্বের ষড়যন্ত্র এবারও করা হয়েছে। অন্যায় ভাবে ষড়যন্ত্র করে এই প্রত্যয় স্কীম যুক্ত করা হয়েছে এটা প্রত্যাহার না করা হলে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এই কর্মসূচিতেই সীমাবদ্ধ থাকবে না। তারা আরো বড় কর্মসূচি ঘোষণা করবে। প্রশাসনের ভিতরে যারা সরকারে ভালো চায় না, সেই ঘাপটি মেরে থাকা দেশদ্রোহী কুচক্রী মহল এই কাজ করেছে।

উল্লেখ্য, গত ১৩ই মার্চ ২০২৪ সরকারের অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনে বিশ্ববিদ্যালয় শিক্ষকসহ কর্মকর্তা, কর্মচারীদের বর্তমান পেনশন ব্যবস্থা থেকে বের করে সর্বজনীন পেনশন স্কিম এর অন্তর্ভুক্ত করা হয়। ২০২৪ সালের পহেলা জুলাই থেকে এসব প্রতিষ্ঠানে যারা যোগদান করবেন তাদের বাধ্যতামূলকভাবে সার্বজনীন পেনশনের সর্বশেষ স্কিমের আওতাভুক্ত করতে হবে। ফলে আগামী ১ জুলাই এবং তৎপরবর্তীতে নিয়োগপ্রাপ্ত সকলেই এই ব্যবস্থার অন্তর্ভুক্ত হবেন। এই স্কিমে বর্তমান ব্যবস্থার মতো অবসরের পর এককালীন অর্থ পাওয়া যাবে না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow