সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কাউসার আহমদ,নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
Jan 12, 2025 - 20:16
 0  4
সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার একটি সু-প্রতিষ্ঠিত সমাজকল্যাণ অধিদপ্তরের নিবন্ধিত, সমাজকল্যাণ পরিষদের প্রশিক্ষণ নিবন্ধনের আওতায় সামাজিক উন্নয়নমূলক সংস্থা " সর্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার পক্ষ থেকে প্রতিবছরের ন্যায় এবারও সার্বজনীন গ্রুপ সম্মাননা প্রদানের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। 

রবিবার নবীনগর কোটরোডস্থ আয়েশা আমজাদ টাওয়ারে সংস্থার প্রধান কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
পৃথিবীর আমোঘ নিয়ম হচ্ছে কর্মকে রাখে, কর্মীকে না। মানুষ মরণশীল কিন্তু কর্ম চিরঞ্জীব। সার্বজনীন গ্রুপ ২০০১ সাল থেকেই শিক্ষা সাহিত্য ও সমাজসেবার বিভিন্ন বিভাগে যারা অবদান রেখেছেন তাদেরকে সম্মাননা  পুরস্কার প্রদান এবং সহায়তা করে আসছে। 
বর্তমানে বাস্তবতা অনুধাবন করে সভায় পাঁচটি ক্যাটাগরিতে এবারের সম্মাননা পুরস্কার প্রদান বিষয়ে আলোচনায় সর্বজনীন গ্রুপ প্রকাশ্যে সম্মাননা পুরস্কার ঘোষণা করার নীতিগত সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। যারা এ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হয়েছেন, সাহিত্যে - গুঞ্জন পাঠাগার। স্বেচ্ছাসেবী সংগঠন -নবীনগর স্বেচ্ছাসেবী ব্লাড ফাউন্ডেশন। সমাজসেবায় (মরণোত্তর)-লোকমান হেকিম চৌধুরী পত্রিকার এজেন্ট। অনলাইন মিডিয়া- নবীনগর টিভি এবং সার্ভিস সেন্টার- ইয়োগা+মেডিটেশন সেন্টার। সম্মাননা পুরস্কার হিসেবে থাকছে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ। 

এতে প্রাধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনজুর আলম।  
এ সময় প্রধান অতিথি সংস্থার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত ও সংস্থার কর্মকর্তা কর্মচারী ও সদস্যদের সাথে পরিচিতি পর্বে তার বক্তব্যে, "দেশের সার্বিক প্রেক্ষাপটের চিত্র তুলে ধরে বেকারত্ব গোছাতে আত্মসাবলম্বী হতে সরকারের বিভিন্ন কর্মসূচিতে অন্তর্ভুক্ত হওয়া ও প্রশিক্ষণ গ্রহণের উপর গুরুত্বারোপ করেন। "আমরা আর চাকুরির পিছনে ঘুরবো না, চাকুরি দিব" এই মন্ত্রে উদ্যোক্তা হয়ে উদ্যোক্তা সৃষ্টিতে যুবক যুবতীদের উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। 

সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ হোসেন শান্তি এতে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন, নবীনগর প্রেসক্লাবের সভাপতি ও সংস্থার ফাউন্ডার সদস্য শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, সংস্থার ফাউন্ডার ভাইস চেয়ারম্যান ও প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন।

 সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার শাখা সংগঠন " যুব উন্নয়ন কমিটির" সভাপতি মোহাম্মদ ওবায়দুল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সংস্থার নির্বাহী পরিচালক অজয় মুখার্জি,  সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মোসাম্মৎ তানজিনা শিলা, সংস্থার মার্কেটিং অফিসার নাসরিন আক্তার, সংস্থার মার্কেটিং অফিসার আনোয়ার হোসেন, যুব উন্নয়ন কমিটির সেক্রেটারি মোঃ কাউসার মিয়া, যুব উন্নয়ন কমিটির সহ-সভাপতি মোহাম্মদ পাপ্পু মিয়া, যুব উন্নয়ন কমিটির কোষাধ্যক্ষ মোঃ রোহান ও সংস্থার বিভিন্ন ইউনিটের সদস্যবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow