সালথা-নগরকান্দার সাংবাদিকদের তিন দিনের কর্মশালা অনুষ্ঠিত
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)তে সালথা-নগরকান্দার সাংবাদিকদের নিয়ে বেসিক জার্নালিজম ট্রেনিং (আবাসিক) এর তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর আয়োজনে ১৪ মে, ২০২৪ তারিখ হতে ১৬ মে, ২০২৪ তারিখ পর্যন্ত তিনদিন এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সমাপনি পর্বে পিআইবি এর প্রশিক্ষক শাহ আলম সৈকত এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সায়েম খান, সভাপ্রধান হিসেবে বক্তব্য রাখেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালক জাফর ওয়াজেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিআইবির গবেষক এনায়েত হোসেন রেজা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি আতিয়ার রহমান, দৈনিক ভোরের কাগজের সালথা উপজেলা প্রতিনিধি আরিফুল ইসলাম, নগরকান্দা উপজেলার সাংবাদিক বেলায়েত হোসেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে উপস্থিত প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
What's Your Reaction?