সালথা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার  ও দোয়া  মাহফিল অনুষ্ঠিত 

আজিজ রহমান, সালথা(ফরিদপুর)প্রতিনিধি
Mar 27, 2025 - 23:20
 0  19
সালথা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার  ও দোয়া  মাহফিল অনুষ্ঠিত 

ফরিদপুরের সালথা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই ইফতার  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

সালথা প্রেসক্লাবের সভাপতি মো. সেলিম মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাহিদের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খন্দকার ফজলুল হক টুলু মিয়া।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর সহকারী পুলিশ সুপার (সালথা-নগরকান্দা) সার্কেল মো. আসাদুজ্জামান শাকিল, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান, উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, শিক্ষক নেতা জাহিদ হোসেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, বাংলাদেশ খেলাফত আন্দোলন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য এ্যাড: জয়নুল আবেদীন বকুল মিয়া, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ প্রমূখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন শ্রেনীর পেশার মানুষসহ সালথা প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow