সালথা-ফরিদপুর সড়কে পুনরায় বাস চলাচল শুরু

আজিজুর রহমান , সালথা প্রতিনিধি, ফরিদপুরঃ
Mar 12, 2025 - 14:35
 0  4
সালথা-ফরিদপুর সড়কে পুনরায় বাস চলাচল শুরু

ফরিদপুরের সালথা থেকে দীর্ঘদিন ধরে তিন চাকার মাহিন্দ্র ও মানক গাড়ি চলাচল করছিল, যা জেলা শহরে যাত্রী পরিবহন করত। তবে এসব গাড়ির চালকদের বেপরোয়া চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটত, যার ফলে যাত্রীরা আহত ও নিহত হতেন। শুধুমাত্র গত এক মাসেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে বেশ কয়েকজন মানুষ।

এ অবস্থায় স্থানীয়রা এসব মাহিন্দ্র বন্ধের দাবি জানান এবং এর পরিবর্তে মিনিবাস চালুর আহ্বান জানান। জনদাবির পরিপ্রেক্ষিতে অবশেষে আজ বুধবার (১২ মার্চ) আনুষ্ঠানিকভাবে পুনরায় মিনিবাস চলাচল শুরু হয়।

ফরিদপুর জেলা শহর থেকে মিনিবাস সালথার উদ্দেশ্যে যাত্রা শুরু করলে এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। সচেতন নাগরিকদের একাংশ আনন্দ মিছিলও করে। মিনিবাসটি সালথা উপজেলা পরিষদের সামনে পৌঁছালে উপজেলা নির্বাহী অফিসার আনিচুর রহমান বালী, সহকারী কমিশনার (ভূমি) মো. মাসম বিল্লাহ, সালথা থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহিন মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাসার আজাদ, মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দ এবং শতাধিক স্থানীয় নাগরিকের উপস্থিতিতে ফিতা কেটে বাস চলাচলের শুভ উদ্বোধন করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার চালকদের সড়ক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow