সালথায় বিভাগদী ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের ঈদবস্ত্র বিতরণ

জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
Mar 30, 2025 - 23:04
 0  8
সালথায় বিভাগদী ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের ঈদবস্ত্র বিতরণ

ফরিদপুরের সালথায় অসহায় ও ছিন্নমূল মানুষের মধ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঈদবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিভাগদী ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। রোববার (৩০ মার্চ) বেলা ১১টার দিকে বিভাগদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনের প্রচার ও দপ্তর সম্পাদক সাংবাদিক মো. সাইফুল ইসলাম ফারুক। প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক ও সংগঠনটির সভাপতি মোহাম্মাদ নূরুল হুদা।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আটঘর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. আমির হোসেন মৃধা, সংগঠনের উপদেষ্টা জাহিদ হোসেন মৃধা, সহসভাপতি শাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক আবু রাসেল, সমাজকল্যাণ সম্পাদক মো. রইচ উদ্দিন রিয়াল, আবু সিয়াম খান প্রমুখ।

সংগঠনটির সভাপতি মোহাম্মাদ নূরুল হুদা বলেন, “আমরা কোনো দান বা যাকাত বিতরণ করছি না। আমাদের এলাকার কিছু মানুষ একত্রিত হয়ে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এই উদ্যোগ নিয়েছি। আমরা চাই, সমাজের প্রতিটি মানুষ ঈদের খুশিতে শরিক হতে পারে।”

এবারের কর্মসূচিতে শতাধিক অসহায় পরিবারকে নতুন পোশাক প্রদান করা হয়। সুবিধাভোগীরা এই সহায়তায় সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

বিভাগদী ডেভেলপমেন্ট অর্গানাইজেশন দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আশ্বাস দেন সংগঠনের নেতারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow