সালথার আটঘরে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় ইফতার ও দোয়া মাহফিল

আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
Mar 20, 2025 - 21:46
 0  25
সালথার আটঘরে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় ইফতার ও দোয়া মাহফিল

ফরিদপুরের সালথায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) বাদ আছর উপজেলার আটঘর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আটঘর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

আটঘর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল মাতুব্বরের সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মামুন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সহসভাপতি শাহীন মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীনুর রহমান শাহীন, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আছিরউদ্দিন মাতুব্বর, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাতেন মৃধা, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হারুন মোল্লা, আটঘর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আতিয়ার রহমান, উপজেলা জিয়া মঞ্চের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লায়েকুজ্জামান, বিএনপি নেতা আব্দুর রব মাতুব্বর, কাউসার মাতুব্বর, মিজানুর রহমান ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তানভীর হাসিবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আমাদের ঐক্যবদ্ধ থেকে বিএনপির যুগ্ম মহাসচিব ও ফরিদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শামা ওবায়েদের নেতৃত্বকে শক্তিশালী করতে হবে, যাতে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত হয়।”

পরিশেষে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow