সালথার গোয়ালপাড়ায় গাজা-রাফায় ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে বিক্ষোভ

ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি বর্বরোচিত হামলা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে এবং নির্যাতিতদের প্রতি সংহতি প্রকাশে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) বিকেল ৪টায় আটঘর ইউনিয়ন বিএনপি, অঙ্গসংগঠনসমূহ ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের আয়োজনে গোয়ালপাড়া বাজারে এ কর্মসূচি পালন করা হয়। প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশস্থলে গিয়ে শেষ হয়।
আটঘর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মুরাদুর রহমানের সভাপতিত্বে ও সালথা উপজেলা যুবদলের নেতা মো. শাফিকুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাহেব খান, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান আলী, সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম, উপজেলা যুবদল নেতা মাহফুজ খান, বিএনপি নেতা জাহাঙ্গীর শেখ, আটঘর ইউনিয়ন যুবদলের মোজাফফার মিদ্দা, বিএনপি নেতা আহাদ মাতুব্বর, ইউনিয়ন ওলামা দলের সাংগঠনিক সম্পাদক সোহাগ মোল্লা, খোয়ার গ্রাম বড় বাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ বাইজিদ হুসাইনসহ বিএনপির স্থানীয় কর্মী-সমর্থকরা।
সমাবেশে বক্তারা গাজা ও রাফায় চলমান ইসরায়েলি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, “ইসরায়েলি পণ্য বর্জনের মাধ্যমে আমাদের প্রতিবাদ জানানোর সময় এখন। দেশের কোনো দোকানদার যেন এসব পণ্য বিক্রি না করেন, তা নিশ্চিত করতে হবে। আমাদের নিজেদের দেশীয় পণ্য ব্যবহারে উৎসাহিত হতে হবে। মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে জুলুমকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”
What's Your Reaction?






