সালথায় আওয়ামী সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি নেতাকর্মীরা

ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরুটিয়া গ্রামে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় ক্ষতিগ্রস্ত বিএনপি নেতা-কর্মীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে মুরুটিয়া মিয়া বাড়ী চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে ক্যালিফোর্নিয়া বিএনপির সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমানের পক্ষ থেকে এই সহায়তা হস্তান্তর করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের পক্ষে নগরকান্দা ও সালথা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে এবং নগরকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন নগরকান্দা উপজেলা বিএনপির সহ-সভাপতি আলিমুজ্জামান সেলু, মাহাবুব আলী মিয়া, সালথা উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহীন মাতুব্বর, মাঝারদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব, বিএনপি নেতা রেজাউল হক সিরাজ মোল্লা, মশিউর রহমান, হুমায়ুন কবির, নগরকান্দা পৌর ওলামা দলের মজিবর রহমান ও মাওলানা শহিদুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, গত ৩ এপ্রিল বিএনপির এক ইফতার মাহফিলে অংশগ্রহণ করায় ক্ষুব্ধ হয়ে মাঝারদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফসার মাতুব্বরের সমর্থকরা বিএনপি নেতা মিন্টু মিয়ার বাড়িসহ একাধিক বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় এবং দুটি ঘরে আগুন ধরিয়ে দেয়। এতে মিন্টুসহ কয়েকজন নেতা-কর্মীর ব্যাপক ক্ষতি হয়। ঘটনার পরপরই বিএনপির কেন্দ্রীয় নেতা শামা ওবায়েদ ঘটনাস্থলে ছুটে গিয়ে ক্ষতিগ্রস্তদের বাড়ি ঘর পরিদর্শন করেন।
What's Your Reaction?






