সালথায় ইমাম ঐক্য পরিষদের আত্মপ্রকাশ: সভাপতি নেছারুদ্দীন সম্পাদক রবিউল

ফরিদপুরের সালথা উপজেলায় কর্মরত ইমাম ও খতিবদের নিয়ে অরাজনৈতিক প্লাটফর্ম ইমাম ঐক্য পরিষদ নামক একটি কমিটির আত্মপ্রকাশ ঘটেছে।
শুক্রবার (৩ জানুয়ারি) সকালে উপজেলা ইমাম ঐক্য পরিষদের আয়োজনে উপজেলা মডেল মসজিদের কনফারেন্স রুমে ইমামদের নিয়ে করা একটি সভায় উপস্থিত সকলের সাথে আলোচনা সাপেক্ষ সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।
এই সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন আল্লামা জহুরুল রহ: এর শাহেবজাদা হাফেজ মাওলানা নেছারুদ্দীন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সালথা উপজেলা মডেল মসজিদের ঈমাম ও খতিব মুফতি রবিউল ইসলাম।
উপস্থিত ইমাম ও খতিবজরা জানায় উপজেলার ইমাম ও খতিবদের স্বার্থ রক্ষা এবং তাদের কল্যাণে ইমাম ঐক্য পরিষদ কাজ করে যাবে বলে জানা যায়। এছাড়াও ইসলাম, রাষ্ট্র ও মানবতার যে কোন কল্যাণমূলক কাজে তারা একতাবদ্ধ হয়ে কাজ করবে বলে জানিয়েছেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সালথা বাজার জাম মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আব্দুল হান্নান, যুগ্ন সাধারণ সম্পাদক মাওলানা মাসউদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুদ্দিন, অর্থ সম্পাদক
মাওলানা ইবরাহীম, প্রচার সম্পাদক মুফতি আবু সাইদ, দফতর সম্পাদক হাফেজ মাওলানা এনামুল হাসান। নব-নির্বাচিত কমিটিকে আগামী ১মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করার জন্য উপদেষ্টা মন্ডলি থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।
What's Your Reaction?






