সালথায় ইসরায়েলি পণ্য বয়কটে জামায়াতের সচেতনতামূলক কাউন্সিলিং

ফরিদপুরের সালথায় ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বানে স্থানীয় ব্যবসায়ীদের মাঝে সচেতনতামূলক কাউন্সিলিং কর্মসূচি আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (১২ এপ্রিল) সকাল ১১টায় সালথা উপজেলা জামায়াতের উদ্যোগে এবং অন্যান্য ইসলামপন্থী দলগুলোর অংশগ্রহণে সালথা সদর বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বাজারের মুদি, কসমেটিকস, ও মিষ্টির দোকানিদের ইসরায়েলি পণ্য আমদানি, সংরক্ষণ ও বিক্রয় থেকে বিরত থাকার বিষয়ে পরামর্শ দেওয়া হয়। দোকানিদের পূর্বে সংগৃহীত পণ্যগুলো বিক্রি শেষে ভবিষ্যতে সেগুলো পুনরায় না রাখার জন্যও অনুরোধ জানানো হয়।
কাউন্সিলিংয়ে উপস্থিত ছিলেন সালথা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ, নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান মজনু, ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাওলানা মো. শহিদুল ইসলাম, সালথা উপজেলা ইমাম ঐক্য পরিষদের সভাপতি মাওলানা মো. নিছার উদ্দীন, সেক্রেটারি ও উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা রবিউল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি চৌধুরী মাহবুব আলী সিদ্দিকী নসরু, জামায়াত নেতা মো. ওয়ালিউজ্জামানসহ বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “ইসরায়েল বর্বরভাবে ফিলিস্তিনি নারী, শিশু ও সাধারণ মানুষের ওপর গণহত্যা চালিয়ে যাচ্ছে। এই মানবতাবিরোধী অপরাধের প্রতিবাদ জানিয়ে আমরা ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দিয়েছি। আন্তর্জাতিক সম্প্রদায়কে এ গণহত্যা বন্ধে আরও সোচ্চার ভূমিকা নিতে হবে।”
What's Your Reaction?






