সালথায় ঋণের চাপে ব্যবসায়ির আত্মহত্যা 

জাকির হোসেন, স্টাফ রিপোর্টার
Jan 18, 2025 - 21:07
 0  33
সালথায় ঋণের চাপে ব্যবসায়ির আত্মহত্যা 

ফরিদপুরের সালথায় ঋণের চাপে এক ব্যবসায়ির আত্মহত্যার খবর পাওয়া গেছে। নিহত শফিকুল ঐ বাজারের পাশের ভাটপাড়া গ্রামের মৃত লতিফ শেখের ছেলে।

শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের বড়দিয়া বাজারস্থ তার মালিকানাধীন মা জবেদা হার্ডওয়্যার স্টোর নামে একটি দোকানের আড়া থেকে মো. শফিকুল ইসলাম উকিল (৫০) নামক ঐ ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। 

নিহতের পরিবার জানান, শফিকুল প্রায় একযুগ ধরে বড়দিয়া বাজারে রড-সিমেন্টে ও হার্ডওয়্যারের ব্যবসা করছেন। রাতে দোকানেই থাকতেন তিনি। প্রতিদিনের মতো শুক্রবার রাতে তিনি দোকানেই ঘুমিয়ে ছিলেন। সকালে বেলা ওঠার পরেও তিনি দোকান না খোলায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে তারা দোকানের সার্টার ভেঙে ভেতরে গিয়ে দেখেন শফিকুলের লাশ দোকানের আড়ার সাথে ঝুলছে।      

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করে আনা হয়েছে। জানতে পেরেছি, শফিকুল ব্যবসা করতে গিয়ে ক্রেতাদের ২০-২৫ লাখ টাকা টাকা বাকি দেন। সম্প্রতি হালখাতা করেও ওই টাকা তুলতে পারেনি। অন্যদিকে দোকানের পুজি ঠিক রাখতে ব্যাংক থেকে অনেক টাকা ঋণ নেন শফিকুল। তবে দেনাদাররা টাকা না দেওয়ায় ওই ঋনের টাকাও পরিশোধ করতে পারছিলেন না। ঋনের বিষয়টি নিয়ে কয়েকমাস ধরে তিনি চিন্তিত ছিলেন তিনি। ধারনা করা হচ্ছে, ঋনের চাপেই তিনি আত্মহত্যা করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow