সালথায় কাবিটা প্রকল্পে শ্রমিকের পরিবর্তে ভেকু দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ

জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
Mar 28, 2025 - 17:05
 0  11
সালথায় কাবিটা প্রকল্পে শ্রমিকের পরিবর্তে ভেকু দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ

ফরিদপুরের সালথা উপজেলায় কাবিটা প্রকল্পে রাস্তা নির্মাণে শ্রমিকের পরিবর্তে ভেকু ব্যবহারের অভিযোগ উঠেছে। সোনাপুর ইউনিয়ন পরিষদের সামনে শুক্রবার (২৮ মার্চ) সকালে এই দৃশ্য দেখা যায়, যেখানে ভেকু দিয়ে রাস্তার কাজ করা হচ্ছিল।

কাবিটা প্রকল্পের উদ্দেশ্য হলো অতি দরিদ্র, ভূমিহীন ও বেকার মানুষের জন্য কাজের বিনিময়ে টাকা প্রদান করা। তবে, এই প্রকল্পের আওতায় শ্রমিকদের মাধ্যমে মাটি কাটার নিয়ম থাকা সত্ত্বেও ভেকু দিয়ে সস্তায় মাটি কাটা হচ্ছে, যা কর্মসংস্থান সৃষ্টি এবং দরিদ্র জনগণের আয় বৃদ্ধির উদ্যোগে বাধার সৃষ্টি করছে।

জানা যায়, সোনাপুর ইউনিয়নের সামনে একটি রাস্তার নির্মাণ কাজ শুরু হয়। প্রকল্পের নিয়ম অনুযায়ী, এই রাস্তা নির্মাণে শ্রমিকদের ব্যবহার করার কথা থাকলেও স্থানীয় চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু ভেকু মেশিন দিয়ে রাস্তার কাজ করছেন। এমনকি সেখানে প্রকল্পের তথ্য সম্বলিত কোনো বিলবোর্ডও দেখা যায়নি। এর ফলে এলাকায় অসহায় শ্রমিকরা সুবিধাবঞ্চিত হচ্ছেন।

এ ঘটনার বিষয়ে স্থানীয়রা অভিযোগ করেছেন, যদিও তারা প্রতিবাদ করতে চান, তবুও চেয়ারম্যানের ক্ষমতার কারণে কেউ প্রতিবাদ করতে পারছেন না। স্থানীয়দের মতে, চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু আগেও একই ধরনের প্রকল্পে ভেকু ব্যবহার করেছেন।

এ ব্যাপারে সোনাপুর ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু বলেছেন, "যে কাজটি শ্রমিক দিয়ে করা সম্ভব, সে কাজের জন্য ভেকু ব্যবহার করা হয়েছে। দেশের মঙ্গলের জন্য এটি করা হয়েছে।"

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বালী জানান, প্রকল্প বাস্তবায়ন নীতিমালা অনুযায়ী নির্দেশনা দেওয়া হয়েছে। অভিযোগটি যাচাই করে ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow