সালথায় কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ফরিদপুরের সালথায় বাংলাদেশ আওয়ামী কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবস টি উপলক্ষ্যে শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদের চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে উপজেলা আওয়ামী কৃষক লীগের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষক লীগের সভাপতি মো. সেলিম মোল্লার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি রাজ্জাক মোল্লা, মোজাম্মেল শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত মাতুব্বর, সাংগঠনিক সম্পাদক খন্দকার হাবিবুর রহমান, অর্থ সম্পাদক নুরুল ইসলাম, প্রচার প্রকাশনা সম্পাদক হাবিব মাতুববর, ভাওয়াল ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মাসুদ মোল্লা, রামকান্তপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হারুন ফকির, গট্টি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আজিত মোল্লা প্রমুখ। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?