সালথায় গাছের সাথে ধাক্কা খেয়ে এক কিশোর নিহত

ফরিদপুর জেলা প্রতিনিধি:
Aug 17, 2024 - 15:18
 0  10
সালথায় গাছের সাথে ধাক্কা খেয়ে এক কিশোর নিহত

ফরিদপুরের সালথায় গাছের সাথে ধাক্কা খেয়ে নাফিস মাতব্বর নামে ১১ বছরের এক কিশোর নিহত হয়েছেন। 

জানা গেছে, সালথা থানার গট্টি ইউনিয়নের ছোট লক্ষণদিয়ায় শনিবার সকাল ১০.০৫ মিনিটের সময কিশোর নাফিস মাতুব্বরের বাবা তারা মাতব্বরের অটোভ্যান চালিয়ে বিনোকদিয়া বাজার থেকে বড় লক্ষণদিয়া মাদ্রাসার দিকে যাওয়ার সময় জনৈক মঙ্গল শেখের বাড়ির সামনে পাকা রাস্তার উপর পৌঁছালে ভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে মান্দার গাছের সাথে ধাক্কা লেগে মাথা ফেটে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। এ সময় ভ্যানে আপন চাচাতো ভাই তানভীর(৮) ছিল তবে তার কোন সমস্যা হয়নি।  সংবাদ পেয়ে সালথা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার  সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। লাশ ও ভ্যান তার পিতার নিকট বুঝে দেয়া হয়। এ সংক্রান্তে সালথা থানার অপমৃত্যু মামলা নং-১৮ তারিখ-
১৭/০৮/২০২৪  রুজু ও অন্যান্য আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow