সালথায় চাঁদা না দেওয়ায় সাবেক পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
Mar 18, 2025 - 00:00
 0  52
সালথায় চাঁদা না দেওয়ায় সাবেক পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

ফরিদপুরের সালথায় চাঁদা না দেওয়ায় মো. গোলাম মোস্তফা (৬০) নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার বল্লভদী ইউনিয়নের সোনাতন্দী গ্রামে ঘটে।

এই ঘটনায় আহত গোলাম মোস্তফার স্ত্রী মোসা. মঞ্জু বেগম সোমবার (১৭ মার্চ) বিকেলে সালথা থানায় একটি মামলা দায়ের করেছেন।

ভুক্তভোগীর স্ত্রী মঞ্জু বেগম জানান, প্রতিপক্ষ রহমান মিয়া ও হুমায়ুন মিয়াসহ তাদের সহযোগীরা তার স্বামীর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় গত রবিবার (১৬ মার্চ) সকালে গোলাম মোস্তফাকে তার বাড়ির পাশে ফসলি জমিতে কাজ করার সময় অতর্কিতভাবে হামলা চালানো হয়। অভিযুক্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে মুকসুদপুর হাসপাতালে ভর্তি করেন, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

হামলার বিষয়ে অভিযুক্তদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

এ ধরনের হামলা সাধারণ মানুষের নিরাপত্তা ও আইনের শাসন প্রশ্নবিদ্ধ করে। এলাকাবাসী সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow