সালথায় জামায়াতে ইসলামীর গণসংযোগ ও লিফলেট বিতরণ

জাকির হোসেন, স্টাফ রিপোর্টার
Aug 9, 2024 - 21:16
 0  4
সালথায় জামায়াতে ইসলামীর গণসংযোগ ও লিফলেট বিতরণ

ফরিদপুরের সালথায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ। 
শুক্রবার (০৯ আগস্ট) বিকেলে জামায়াতে ইসলামী সালথা উপজেলার শাখার উদ্যোগে ইসলামি জ্ঞান চর্চার এক নিখুঁত পরিকল্পনা, উন্নত চরিত্র গঠনের এক মজবুত সংগঠন, জনসেবা ও সমাজ সংস্কারের এক বাস্তব কর্মসূচি, জনকল্যাণমুখী আদর্শ রাষ্ট্র ও সরকার গঠনের নিয়মতান্ত্রিক আন্দোলন বিষয়গুলোকে সামনে রেখে উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া বাজারসহ আশপাশের এলাকায় এই কার্যক্রম পরিচালনা করা হয়। 
সংগঠনটির উপজেলা শাখার আমির আবুল ফজল মুরাদের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন সালথা উপজেলা শাখা ছাত্র শিবিরের সভাপতি মো. এনামুল হোসেন, মাঝারদিয়া ইউনিয়ন সভাপতি মোহাম্মদ ওয়ালীউজ্জামান। 
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গট্টি  ইউনিয়ন সভাপতি তোফাজ্জল হোসেন, উপজেলা শাখা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মো. মেহেদী হাসান, জামায়াতে ইসলামের কর্মী মোঃ লিয়াকত হোসেন প্রমূখ। 
এ সময় সংগঠনের আমির আবুল ফজল মুরাদ বলেন, অনেক হিন্দু ভাই-বোনেরা আছেন আমরা তাদের অভয় বানী দিচ্ছি যে, তাদের জীবন, ব্যবসা-বানিজ্য, প্রার্থনা কেন্দ্র, বাড়ি-ঘর এর নিরাপত্তা দিতে আমরা প্রস্তত আছি। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে দয়া করে আমাদের জানাবেন। আমরা (জামাত ইসলাম ও ছাত্র শিবির) দ্রæত সময়ের মধ্যে আমাদের নিরাপত্তার ব্যবস্থা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন স্থানে জামায়াত ও শিবিরের লোকজন হিন্দুদের মন্দির, বাড়ি-ঘর পাহারা দিচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow