সালথায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ইফতার ও দোয়া মাহফিল

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এবং সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মানে ফরিদপুরের সালথায় যদুনন্দী ও বল্লভদী ইউনিয়ন গণঅধিকার পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ মার্চ) বিকেলে নবকাম পল্লী কলেজ মাঠে এ আয়োজন করা হয়। যদুনন্দী ইউনিয়ন গণঅধিকার পরিষদের আহ্বায়ক রাকিব মোল্লার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন গণঅধিকার পরিষদ সালথা উপজেলা শাখার আহ্বায়ক ফারুক ফকির।
এছাড়াও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ছাত্রঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক জনি বিশ্বাস, যুব অধিকার পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্লা, যদুনন্দী ইউনিয়ন গণঅধিকার পরিষদের সদস্য সচিব জাহিদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ সালথা উপজেলা শাখার সভাপতি মুফতি কামরুজ্জামান প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও ফজিলত তুলে ধরেন এবং রমজানের পবিত্রতা রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
What's Your Reaction?






