সালথায় ট্রলি চাপায় যুবক নিহত
ফরিদপুরের সালথায় অবৈধ ট্রলিগাড়ির চাপায় মো: ইমন মোল্যা (২০) নামক এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ইমরান গট্টি ইউনিয়নের বড় লক্ষণদিয়া গ্রামের মো: ছরোয়ার হোসেন @মানদার এর ছেলে।
বৃহস্পতিবার (২৭ জুন) বিকাল অনুমান ৪ টার দিকে গট্টি ইউনিয়নের বড় লক্ষণদিয়া শালীডাঙ্গা খালপাড় এলাকায় এই ঘটনা ঘটে।
প্রাথমিক ভাবে জানা যায়, বড় লক্ষনদিয়া গ্রামে রমজান নামক এক মাটি ব্যবসায়ির সাইড হতে মাটি নিয়ে শালীডাঙ্গা খালের পাড় দিয়ে যাওয়ার সময় ট্রলি গাড়িটি খালের মধ্যে পড়ে ঘটনাস্থলেই সে মারা যায়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফায়েজুর রহমান বলেন খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
What's Your Reaction?