সালথায় পুলিশের ঈদ উপহার বিতরণ
চলমান পবিত্র মাহে রমজান ও আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ফরিদপুরের সালথা থানার অধীনে প্রায় শতাধিক অসহায়, হত-দরিদ্র ও ভিক্ষুকদের মাঝে পুলিশের ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমানের নির্দেশনায় থানা পুলিশের অর্থায়নে শনিবার (৩০ মার্চ) বেলা ১২ টার দিকে সালথা থানা চত্ত্বরে এই ঈদ উপহার বিতরণ করা হয়।
ঈদ উপহার বিতরণ কালে সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে সালথা থানা পুলিশের পক্ষ থেকে প্রায় শতাধিক অসহায়, হত-দরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে চাল, ডাল, দুধ, চিনি, সেমাই, ছোলা, তেল, মুড়ি, লবণ খেজুরসহ খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়েছে। পবিত্র মাহে রমজান মাসে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় আরও উপস্থিত ছিলেন, সালথা থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই শফিকুল ইসলাম, এসআই আবু রায়হান, এসআই কবিরুল হক, এসআই সুমন খান, এসআই নাজমুল হাসান, এসআই আব্দুল বাসেত এএসআই মনিরুল ইসলাম প্রমূখ।
What's Your Reaction?