সালথায় ফসলী জমির মাটি বিক্রির হিড়িক, হচ্ছে জমির শ্রেণি পরিবর্তন, ঘটছে দুর্ঘটনা

মিজান রহমান, সি:স্টাফ রিপোর্টার
Feb 3, 2024 - 22:57
 0  13
সালথায় ফসলী জমির মাটি বিক্রির হিড়িক, হচ্ছে জমির শ্রেণি পরিবর্তন, ঘটছে দুর্ঘটনা

ফরিদপুরের সালথার বিভিন্ন স্থান থেকে ফসলী জমির মাটি কেটে বিক্রি করছেন মাটি ব্যবসায়ীরা।

উপজেলার সোনাপুর ইউনিয়নের যুগারদিয়া, ফুকরা, রায়েরচর, রামকান্তপুর ইউনিয়নের শৈলডুবী গ্রামের ফসলী জমি থেকে মাটি কেটে বিক্রি করছেন সংঘবদ্ধ একটি চক্র। গ্রামীণ সড়ক দিয়ে হু হু করে দিন-রাত চলছে মাটি বোঝাই ট্রাক ও ট্রলিগাড়ী।

মাটি ব্যবসায়ীরা জমির মালিকদের অর্থের লোভ দেখিয়ে কৌশলে এ সব জমি থেকে মাটি কেটে নিয়ে বিক্রি করছে বিভিন্ন ইট ভাটায়। ফসলী জমি থেকে অবাধে মাটি কাটায়- একদিকে জমির শ্রেণি পরিবর্তন হচ্ছে, অন্যদিকে গ্রামীণ সড়কগুলো যানচলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। 
এছাড়া মাটি বোঝাই গাড়ি থেকে সড়কে মাটি ঝড়ে পড়ায় মাঝে মধ্যেই ঘটছে সড়ক দূর্ঘটনা।

মাটি ব্যবসায়ী ইসারত চেয়ারম্যান ও তার ভাই জাহাঙ্গীর এর আগ্রাসনের  কবলে সালথার ফসলী জমি। বর্ষা মৌসুমে এরা অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে বিক্রি করে এবং শুকনো মৌসুম জুড়ে ফসলী জমির মাটি কেটে বিক্রি করে।

প্রশাসনকে তোয়াক্কা না করেই তারা মাটি কেটে বিক্রি করছে। 

মাটি বিক্রেতা ভেকু গাড়ির মালিক মুরাদ মোল্যা ও  জাহাঙ্গীর বলেন, প্রশাসনকে ম্যানেজ করেই তারা মাটি কাটছেন।
মাটি কাটার বিষয়ে সালথা উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান বালি বলেন, অবৈধ মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। যারা আমাদের অগোচরে অবৈধ মাটির ব্যবসা করছে,খোঁজ নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow