সালথায় বর্ণিল শোভাযাত্রায় বর্ষবরণ

ফরিদপুরের সালথায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি সালথা সদর বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে আয়োজনে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মাতুব্বর ও খন্দকার আলিমুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা শাহ্ মো. শাহরিয়ার জামান সাবু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সৈয়দ ফজলে রাব্বি নোমান এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির।
এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা শোভাযাত্রায় অংশ নেন।
পহেলা বৈশাখ উপলক্ষে দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও উপজেলা চত্বরে লোকজ মেলা। এতে তুলে ধরা হয় বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির নানা অনুষঙ্গ।
What's Your Reaction?






