সালথায় মঞ্চ মাতালেন নকুল কুমার

জাকির হোসেন, স্টাফ রিপোর্টার
Apr 27, 2025 - 18:42
 0  5
সালথায় মঞ্চ মাতালেন নকুল কুমার

ফরিদপুরের সালথায় গতকাল (২৬ এপ্রিল) সন্ধ্যায় জনপ্রিয় সঙ্গীতশিল্পী, যন্ত্রশিল্পী, সুরকার, গীতিকার ও সংগীত পরিচালক নকুল কুমার বিশ্বাস তার বৈচিত্র্যময় অঙ্গভঙ্গিতে গান পরিবেশন করে মঞ্চ মাতান।

উপজেলার গট্টি ইউনিয়নের হাজরাতলা সার্বজনীন মহাশ্মশানের বাৎসরিক অনুষ্ঠানে তিনি প্রথমে বিএনপির সাবেক মহাসচিব মরহুম কেএম ওবায়দুর রহমান এবং তার মেয়ে শামা ওবায়েদ ইসলাম রিংকুকে নিয়ে নিজের লেখা গান পরিবেশন করেন। এরপর তিনি পর্যায়ক্রমে তার বিখ্যাত গানগুলি পরিবেশন করেন, যার মধ্যে তার সুরের যাদুতে উপস্থিত দর্শকরা উচ্ছ্বাসিত হয়ে ওঠেন।

অনুষ্ঠানে হাজরাতলা সার্বজনীন মহাশ্মশান কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিনয় মজুমদারের সভাপতিত্বে ও সম্পাদক শ্রী অরুণ মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খন্দকার ফজলুল হক টুলু, উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান, শিক্ষক নেতা জাহিদ হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow