সালথায় মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়কারণের দাবিতে মানববন্ধন 

সালথা(ফরিদপুর)প্রতিনিধি
Sep 24, 2024 - 17:39
 0  7
সালথায় মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়কারণের দাবিতে মানববন্ধন 

বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়কারণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে ফরিদপুরের সালথায় মানববন্ধন ও স্মারকলিপি পেশ করা হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালীর নিকট স্মারকলিপি পেশ করেন। 

মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী, জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিরাজ আলী, নারানদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, সুলতানিয়া দাখিল মাদ্রাসার সুপার শাহ্ মো. হাবিবুল্লাহসহ আরো অনেকেই। 

মানববন্ধনে বক্তারা বলেন, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করে নিন এবং মাধ্যমিক শিক্ষা অফিসের পদায়ন পদোন্নতি নিয়ে যেই দুরভিসন্ধি চলছে সেটাকে বাতিল করুন অন্যথায় আমরা ব্যাপক আন্দোলনে নামার চেষ্টা করবো।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow