সালথায় যুবদল নেতার বাড়িতে আগুন, আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সালথায় যুবদল নেতা হাসান আশরাফের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় আটঘর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন মোল্লাকে গ্রেপ্তার করেছে সালথা থানা পুলিশ।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে উপজেলার আটঘর ইউনিয়নের পুটিয়া বাজার এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তিনি নকুলহাটি গ্রামের মৃত জয়নুদ্দিন মোল্লা ওরফে জয়নাল আবেদিন মোল্লার ছেলে।
পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৯ জানুয়ারি সকাল ১০টার দিকে আটঘর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা জাকির মোল্লা, বিএনপি নেতা নাসির মাতুব্বরসহ শতাধিক সমর্থক দেশীয় অস্ত্র নিয়ে যুবদল নেতা হাসান আশরাফের বাড়িতে হামলা চালান। তারা বাড়িতে ব্যাপক ভাঙচুর চালিয়ে একটি টিনের ঘরে অগ্নিসংযোগ করেন।
এ ঘটনায় হাসান আশরাফের সমর্থক, স্থানীয় ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাজেদ মোল্যা, ইউনুস মোল্যা, বিভাগদী গ্রামের শহীদ সরদারের বাড়ি ও শফিকের একটি দোকানও হামলার শিকার হয়। লুটপাটের অভিযোগও পাওয়া গেছে।
এ ঘটনায় তিনটি মামলা হয়, যার একাধিকটিতে জাকির হোসেন মোল্লা এজাহারনামীয় আসামি ছিলেন। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।
সালথা থানার ওসি মো. আতাউর রহমান জানান, বিস্ফোরক দ্রব্য আইন এবং মারামারির ঘটনায় দায়ের হওয়া তিনটি মামলায় জাকির হোসেন মোল্লা এজাহারনামীয় আসামি ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার পুটিয়া বাজার এলাকা থেকে এসআই প্রশান্ত কুমার মণ্ডল ও সঙ্গীয় ফোর্স তাকে গ্রেপ্তার করেন। পরে দুপুরে তাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
What's Your Reaction?






