সালথায় রাতের আঁধারে মাটি কেটে বিক্রি, হুমকির মুখে কৃষি জমি 

জাকির হোসেন, স্টাফ রিপোর্টার
Jun 15, 2024 - 23:45
 0  142
সালথায় রাতের আঁধারে মাটি কেটে বিক্রি, হুমকির মুখে কৃষি জমি 

ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের খলিশপট্টি হাজী বাড়ির পাশে রাতের আঁধারে তিন ফসলি জমির মাটি কেটে বিভিন্ন স্থানে বিক্রি করছে একটি চক্র। কোন  নিয়ম নীতির তোয়াক্কা না করেই মাটি কাটছে তারা। মাটি ভর্তি অবৈধ ট্রলি গাড়ি চলাচল করার ফলে সরকারের কোটি কোটি টাকা ব্যায়ে নির্মিত গ্রামীণ সড়ক ও জনপদ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

শনিবার (১৫ জুন) রাতে সরেজমিনে গিয়ে দেখা যায়, তিন ফসলি জমি থেকে রাতের আঁধারে মাটি কেটে বিক্রি করছে একটি চক্র। এই চক্রের মূল হোতা এলাকার চিহ্নিত মাটি ব্যবসায়ি ওবায়দুর রহমান। ওবায়দুর রহমান স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় কেউ এই কাজের বিরোধিতা করছে না। তাছাড়া কেউ থানা পুলিশ বা প্রশাসন এর কাছে কেউ অভিযোগ দিতে সাহস পাচ্ছে না। এর আগে বিভিন্ন সময়ে মাটি কাটার দায়ে ওবায়দুর রহমানের অর্থদণ্ড হয়েছে। এরপরও থেমে নেই ওবায়দুর রহমান। কিছু দিন পর চলে তার কার্যক্রম। 

এই বিষয়ে ফোন করলে তিনি বলেন, কোথাও থেকে আমি কোন অনুমতি নেই নাই। আর আমি এভাবেই কাজ করি। আগামীকাল সকালে আপনার সাথে দেখা হবে।

স্থানীয়রা জানান, ওবায়দুর চালাক ও ধুরন্ধর প্রকৃতির লোক, সে কাউকে তোয়াক্কা করে না। মাটি কাটা ভালো কাজ হলে রাতে করবে কেন, দিনে করলেই হয়। রাতে মাটি কাটার ফলে আমরা ঘুমাতে পারি না। বাচ্চারা রাতে হটাৎ হঠাৎ ভয়ে চিৎকার করে উঠে। ট্রলি চলার কারনে রাস্তা ঘাট সব নষ্ট হয়ে যাচ্ছে। আমরা পুলিশ ও প্রশাসনের লোকের কাছে মাটি কাটা বন্ধের অনুরোধ জানাই। 

এই বিষয়ে সালথা থানা চার্জ অফিসার মোঃ শফিকুল ইসলাম বলরন, বিষয় টি আমাদের জানা নেই। কেউ অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নিব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow