সালথায় শত্রুতার জেরে প্রবাসীর বাগানের চারা গাছ কেটে ফেলার অভিযোগ 

আজিজ রহমান, সালথা(ফরিদপুর)প্রতিনিধি
Jan 2, 2025 - 16:43
 0  71
সালথায় শত্রুতার জেরে প্রবাসীর বাগানের চারা গাছ কেটে ফেলার অভিযোগ 
ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের চন্ডবর্দি গ্রামের এক প্রবাসীর সাথে পূর্বশত্রুতার জের ধরে তার বাগানের চারা কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এতে ওই প্রবাসীর প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। বুধবার ১লা জানুয়ারি  রাতের আধারে  এই ঘটনা ঘটে।
এ বিষয় নিয়ে ওই প্রাবাসীর স্ত্রী সাবিনা বেগম থানা লিখিত অভিযোগ দায়ে করেছেন। অভিযোগ সুত্রে জানা যায়,অভিযোগে অভিযুক্ত একই  গ্রামের মৃত.বারেক মুন্সির ছেলে মহিউদ্দিন মুন্সি ও তার ভাগ্নেরা  মিলে এলাকার প্রভাবশালী হওয়ায় ক্ষমতা খাটিয়ে এধরনের ঘটনা ঘটিয়েছে।  প্রবাসীর স্ত্রী সাবিনা বেগম জানান,  কয়েক বছর আগে ৫২ শতাংশ জমি আমরা মহিউদ্দিন মুন্সির কাছ থেকে ক্রয় করি। কিছুদিন পর তার ভাগ্নেরা জমির দাবি করে, তখন স্থানীয় শালিস মিমাংসা হয়। ঘটনার সমাধানও হয়ে যায় স্থানীয় গন্যমান্যদের সামনে।  পূনরায় আবার তারা আমার লাগানো প্রায় ১০০ টিরও বেশি গাছে কেটে ফেলেছে। আমি সুষ্ঠু বিচার চাই। অভিযুক্ত মহিউদ্দিন মুন্সির সাথে কথা হলে তিনি জানান,  এই জমি আমিই ওনাদের কাছে বিক্রি করেছি, মাঝে আমার ভাগ্নেরা ঝামেলা করেছিলো তারপরও তার সমাধানও করে দিয়েছি। কিন্তু আবার কে বা কাহারা এই চারা গাছ কেটে ফেলেছে আমার জানা নেই। আমি ঘটনার কিছুই জানি না। 
সালথা থানার অভিযোগ তদন্তকারী কর্মকর্তা এস আই রনি খালাসী জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়েছি, ঘটনার সতত্যা পাওয়া গেছে। উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছে বসে সমাধানের চেষ্টা করবো। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow