সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় সাত দিনব্যাপী বৈশাখী উৎসব শুরু

বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ উপলক্ষে সাহিত্য একাডেমির উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সাত দিনব্যাপী বৈশাখী উৎসব। বাংলা নববর্ষের প্রথম দিন, সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে বর্ণাঢ্য আয়োজনে এই উৎসবের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক (উপসচিব) শঙ্কর কুমার বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) মো. ওবায়দুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া, প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আল আমিন শাহীন এবং পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম খান সাদাত।
স্বাগত বক্তব্য দেন বৈশাখী উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক এস. এম. শাহীন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন তাহের উদ্দিন ভূঁইয়া।
আলোচনা সভা শেষে সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। উৎসব প্রাঙ্গণে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ১৮টি স্টল বসেছে।
সাহিত্য একাডেমির সদস্য সচিব নুরুল আমিন জানান, “এই মেলার মাধ্যমে আমরা বাংলার লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে চাই। টানা ৩৮ বছর ধরে আমরা এই ঐতিহ্যবাহী আয়োজন করে আসছি। প্রতিদিনই দেশের খ্যাতনামা অতিথিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা।”
What's Your Reaction?






