সিএনজি চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ, ব্রাহ্মণবাড়িয়ায় আহত ৩০

মাহমুদুল হাসান, স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়াঃ
Apr 9, 2025 - 00:24
 0  4
সিএনজি চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ, ব্রাহ্মণবাড়িয়ায় আহত ৩০

সিএনজি চালিত অটোরিকশা চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরাকান্দা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে এ সংঘর্ষ শুরু হয়, যা চলে টানা তিন ঘণ্টা। এ সময় বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং ব্যাপক লুটপাটের অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, তেরাকান্দা গ্রামের ‘চান্দার বংশ’ ও ‘বারেকের বংশ’ নামের দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সম্প্রতি একটি সিএনজি চালিত অটোরিকশা চুরির ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা চরমে পৌঁছায়। মঙ্গলবার সকাল থেকেই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরে সেনাবাহিনীকেও মোতায়েন করা হয়। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য অভিযান শুরু হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow