সিরাজদিখানে অবৈধ মাটি কাটায় ধসে যাওয়ার আশঙ্কা স্বপন দাসের বাড়ি

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের পূর্ব কোলা এলাকায় চলছে অবৈধ মাটি কাটার কার্যক্রম। সম্প্রতি মোজাম্মেল নামে এক ঠিকাদার জোরপূর্বক স্বপন দাসের পৈত্রিক বাড়ির মাটি কেটে কালভার্টের এপ্রোচ সড়ক তৈরির জন্য ব্যবহার করছে। এতে স্বপন দাস ও তার পরিবারের জন্য সৃষ্টি হয়েছে মারাত্মক ঝুঁকি। বাড়ির পাশে মাটি কাটার কারণে বাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং যে কোনো মুহূর্তে এটি ধসে পড়তে পারে।
স্বপন দাস জানান, এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন, তবে কারও নাম উল্লেখ করেননি। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, খালের ওপর নির্মিত কালভার্ট সেতুর একপাশে গা ঘেঁষে স্বপন দাসের বাড়ির মাটি কাটা হচ্ছে। ভ্যাকু দিয়ে মাটি কাটার কারণে বাড়ি চরম ঝুঁকিতে রয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন যে, কালভার্টের সড়ক নির্মাণের জন্য ঠিকাদার স্বপন দাসের বাড়ির পাশ থেকে মাটি কেটে নিচ্ছেন। উপজেলা প্রশাসনকে বিষয়টি জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি, পিআইও ফোন রিসিভ করছেন না। মাটি কাটা বন্ধ না হলে অতিরিক্ত বৃষ্টি ও বর্ষায় স্বপন দাসের বাড়ি খালে পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
কোলা গ্রামের আজিজ হাওলাদার বলেন, "ঠিকাদার জোরপূর্বক মাটি কেটে নিচ্ছেন। কালভার্টের জন্য এপ্রোচ সড়কের মাটি ভরাটের জন্য কোনো টাকা বরাদ্দ হয়নি, তাহলে কেন স্বপন দাসের বাড়ির মাটি কেটে নেওয়া হচ্ছে?"
স্বপন দাস জানান, "আমরা গরীব মানুষ, ঠিকাদার আমার বাড়ির মাটি কেটে নিচ্ছে। মাটি কাটার ফলে আমার বাড়ি যে কোনো সময় ধসে পড়তে পারে। প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি।"
এ বিষয়ে কথা বলতে চাইলে ঠিকাদার বলেন, "আমি অবৈধভাবে মাটি কাটিনি, মাটি কেটে পাশের স্থানে রেখেছিলাম, তা আমি নিয়ে এসেছি মাত্র।"
সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তার জানান, "বিষয়টি উপজেলা প্রশাসন অবগত রয়েছে এবং ভ্যাকু দিয়ে মাটি কাটার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।"
What's Your Reaction?






