সিরাজদিখানে কালিপূজা উপলক্ষে থানা পুলিশের ব্রিফিং প্যারেড

শ্রী শ্রী মা রক্ষা কালি মন্দিরের কালিপূজা (পাঠাবলি) ও মেলা উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে মুন্সীগঞ্জের সিরাজদিখানে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৩১ মার্চ থানা পুলিশের আয়োজনে উপজেলার শেখরনগর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজদিখান সার্কেল (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) আ ন ম ইমরান খান, শেখরনগর দেবব্রত সরকার টুকু, পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান, শেখরনগর পুলিশ তদন্তকেন্দ্র ইনচার্জ তাজুল ইসলাম।
এ অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তারা মেলা চলাকালীন সময়ে নিরাপত্তা ব্যবস্থা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রদান করেন।
What's Your Reaction?






